**দুঃখের ঈদ**
✍মিনহাজউদ্দিন মণ্ডল✍
কোথায় ঈদের চাঁদ
কোথায় ঈদের দিন,
মন ছুটে যায় ঐ সুদুরে
মিসর ফিলিস্তিন।
.
ঘরে ঘরে লাশের মিছিল
কাঁদার মানুষ নাই,
বলতে পার কেমন করে
ঈদের গজল গাই?
.
মুসলমানের কান্না শুনি
পাশের মায়ানমারে,
চাঁদটা আজি লুকিয়ে গেল
করুন হাহাকারে।
.
নাই খুশী নাই ঐ সিরিয়ায়
কাশ্মিরেতেও নাই,
ভারতবর্ষে কেমনে বল
ঈদের আমেজ পাই?
.
জুলুম শোষন অত্যাচার
শেষ হবে যেদিন,
ঈদের খুশী আসবে ফিরে
ঈদ হবে সেদিন।।
ভালো লাগলে শেয়ার করে সকল friend দেরও পড়ার সুযোগ করে দিন--- আল্লাহ এর কাছে এই দোয়াই করি যেন আমাদের সকলের দৃষ্টি সকল মানব সমাজের প্রতি থাকে এবং সকলকেই ন্যায় বিচার পাওয়ানোর ব্যবস্থা করতে পারি,,,একবার বলুন আমিন,,,,সুম্মা আমিন,,
Written By Minhajuddin Mondal
12 June 2018,15:23
চাঁদ দেখা সংক্রান্ত রাহবারের ফতোয়া
৮৩৬ নম্বর প্রশ্ন : শওয়াল মাসের চাঁদ দেশের কোন শহরে যদি দেখা না যায় আর যদি রেডিও ও টেলিভশনে চাঁদ দেখার ঘোষণা দেয়া হয় তাহলেই যথেষ্ট না আরো অধিক গবেষণা করা জরুরী ?
উত্তর : চাঁদ দেখার ক্ষেত্রে [তাদের ঘোষনা] আস্তা বা বিশ্বাসের সৃষ্টি করে অথবা ওয়ালিয়ে ফকির র্নিদেশ থাকে তাহলে যথেষ্ট । অনুসন্ধানের প্রয়োজন নেই।
৮৩৭ নম্বর প্রশ্ন : মেঘলা আবওহাওয়া বা অন্য কোন কারণে যদি রমজান মাসের প্রথম দিন অথবা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করা সম্ভব না হয় তাহলে এবং শাবান মাসের বা রমজানের ত্রিশদিনও পূর্ণ না হয়ে থাকে তাহলে আমরা কি করবো ? আমরা যারা জাপনে জীপনযাপন করি তারা কি ইরানের নীতিমালা [উফুক] অনুযায়ী আমল করবো ? না, পঞ্জিকা অনুসরণ করবো? কি করবো ?
উত্তর : যদি দেশের সরকারের কোন র্নিদেশ না থাকে, দুইজন আদেল ব্যক্তির সাক্ষ্য বা সমপর্যায়ের উফুকে চাঁদ দেখা না যেয়ে থাকে তাহলে সবধানতা অবলম্বন করতে হবে।
৮৪৯ নম্বর প্রশ্ন : কোন দেশের সরকারের পক্ষ থেকে চাঁদ দেখার ঘোষনা অনুসরণের ক্ষেত্রে [ ঐ অঞ্চলের চাঁদ দেখা বৈজ্ঞিনিক মানদন্ডের ভিত্তি হলেও ঐ সরকারের ইসলামী হওয়ার কোন শর্ত আছে কি ? এমন কি ঐ সরকার জালেম ও দূষ্কৃতকারী হয়, তবুও কি অনুসরণ করা যাবে?
উত্তর : এ ক্ষেত্রে মানদন্ড হল ঐসব অঞ্চলে চাঁদ দেখার ক্ষেত্রে আস্তা অর্জন করা, এটাই মুকাল্লাফদের জন্য যথেষ্ঠ।
15th June 2018
08:33
Comments