*৫টি বিষয় ও পাক-পাঞ্জাতন*
............. মুস্তাক আহমদ(সত্যের পথে)
হাদিসে কুদসীর মধ্যে পাওয়া গেছে, কোন এক আলোকিত আলোচনার প্রসঙ্গে আল্লাহপাক বলেছেনঃ .........
*"আমি পাঁচটি জিনিষ পাঁচটি স্থানে রেখেছি, মানুষ খোঁজে অন্যত্র৷*
(১) *আমি সম্মান রেখেছি আনুগত্যে, মাণুষ খোঁজে ক্ষমতাবান ও প্রভাবশালীদের দরবারে৷*
(২) *আমি জ্ঞান ও প্রজ্ঞা রেখেছি ক্ষুধার মধ্যে, মাণুষ খোঁজে পূর্ণ জঠরে ৷*
(৩) *আমি সুখ ও শান্তি রেখেছি বেহেশতে, মানুষ খোঁজে দুনিয়াতে ৷*
(৪) *আমি ধনী হওয়া রেখেছি অল্পতুষ্টির মধ্যে, মানুষ খোঁজে ধন-দৌলতে৷*
(৫) *আমি সন্তোষ রেখেছি নিজ-স্বার্থের বিরোধীতায়, মাণুষ খোঁজে নিজের স্বার্থপরতায় ৷*
.......ফলে মানুষ অসফল হয় ৷
.......এই হাদিসের আলোকে পূর্ণভাবে আমি জানা মতে আমার প্রাণের ১৪জন মুহাম্মাদ (সঃ),(যাদের ১৪মাসুমীন বলা হয়), তাঁদের দেখেছি ৷
.......আমরা কেন মহামূল্যবাণ ১৪জন মুহাম্মাদকে খুঁজে নেব না, কারা সেই ১৪জন পবিত্র মুহাম্মাদ ??? যাদের জন্য আল্লাহপাক ও ফেরেস্তাগণ মিলিত প্রচেষ্টায় সালাওয়াত(দরুদ) পাঠ করছেন ৷
......আমরা এমন জামানায় এসেছি, মহান আল্লাহর কৃপায় আমরা একটি নয়, বরং ১৪জন মুহাম্মাদ সঃকে পেয়েছি৷ আসুন সেই সত্যবাদী মহান ১৪জনকে খুঁজে বার করি ৷
...... তাঁদের সমতুল্য আর কেউ নেই, তাঁদের বিকল্প আর কেউ নেই, সাহাবীগণ তাদের বিকল্প নন৷ বরং আল্লাহ বলেছেনঃ *"তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না, আর জেনেশুনে সত্য গোপন করো না ৷"* (সুরা বাকারাঃ ৪২)
.......ঐ পবিত্র ১৪জন মুহাম্মাদের সঙ্গে সাহাবীদের তুলনা করার নাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করা ৷
Comments