*কাগজ কলম দিলেন না* বোখারীতে আছে আল্লাহর নবী হযরত মুহাম্মাদ সঃকে হযরত উমার সাহেব কাগজ কলম দিলেন না ৷ উনি বললেনঃ নবী হিজিয়ান বকছেন, অর্থাৎ ভুল বকছেন ৷ অথচ রাসুলের (সাঃ) ইন্তেকালের পরে হযরত আবু বকরের একান্ত ব্যক্তিগত কাগজ কলেমের ওসিয়ত মোতাবেক হযরত ওমর দ্বিতীয় খলীফা পদে টুপ করে বসে পড়লেন ।
দ্বিতীয় খলীফা হযরত ওমর রাসুলের (সাঃ) পবিত্র মিম্বরে বসে পড়লেন ।
একদিনের সংক্ষিপ্ত ঘটনা ----
আল্লাহর রাসুলের (সাঃ) সন্তান তৃতীয় ইমাম হযরত হোসেন (আঃ) মিম্বরের উপর দিকে উঠে হযরত ওমরকে বললেন ,
*" ---- নেমে আসুন ! এটা আমার পিতার বসার মিম্বর -----” ।* (যারা আজ হুসাইন, হুসাইন করছেন বা হুসাইন জিন্দাবাদ বা নারা লাগাচ্ছেন ....তাদের উচিত হবে ইমাম হুসাইনের সেই সুন্নাতি প্রতিবাদী স্বরূপ তুলে ধরা ৷ কারণ হুসাইনের মা জননী আমৃত্যু হযরত উমার বা হযরত আবু বকরের সাথে কথা বলেন নি ৷ বোখারী খুলে দেখেনিন ৷ বোখারী স্পষ্ট লিখেছেন ৷ এমনকি বোখারী বলছেঃ ফাতিমা রেগে গেলে বা ফাতিমা কষ্ট পেলে আল্লাহর রসুল রেগে যান, বা আল্লাহ রেগে যান ৷ ফাতিমা কষ্ট পেলে আল্লাহর রসুল কষ্ট পান, বা আল্লাহ কষ্ট পান ৷ *আল্লাহ কষ্ট যাতে পাচ্ছেন সেটা কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়?* আসুন বোখারী নিয়ে কথা বলি ৷ বোখারী শরিফ আমাদের বিচারক ৷ বোখারী কি বলছে দেখাযাক ৷
আল্লামা যাহাবি এই ঘটনা সহীহ বলে সনদ দিয়েছেন ।
*তথ্যসূত্র -- মতালিব আলিয়া-ইবনে হাজর আশকালানী ১১,১৭৬ / ফাযাইলে সাহাবা- দারকুতনি ১,৫ / কাঞ্জুল আম্মাল – মুত্তাকী আল হিন্দি ৫/৬১৬ / ইসাবা ফি মারেফাতে সাহাবা- ইবনে হাজর আশকালানী ১,২২ / রিয়াদুর নাদারা – মুহিবুদ্দিন তাবারী ১/৯৪ / সিয়ার আলাম নাবুলা- যাহাবী ৩,১৮৫ / তারিখ এ ইসলাম – যাহাবী ২,৮৩ / তারিখ এ খুলাফা – জালালুদ্দিন আস সুয়ুতি ১,৫৮ / আরও তারিখে বাগদাদ , তারিখ এ দামিস্ক , তারিখ এ মদীনা সহ বেশ কিছু কিতাবে বিদ্যমান আছে ।*
লেখাটির সূত্র ফেসবুক থেকে সংগৃহীত ও সংযোজন আমার।
Comments