Skip to main content

চল্লিশা তোমার করতে এসেছে বোন জয়নাব ... হায় জয়নাব হায় জয়নাব

     চল্লিশা তোমার করতে এসেছে বোন জয়নাব ...
     হায় জয়নাব হায় জয়নাব      
                    হায়..জয়নাব...হায় জয়নাব....।
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার)  

চল্লিশা তোমার করতে এসেছে বোন জয়নাব ...
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার) 

দুঃখিনী বোন তোমাকে ছেড়ে যাচ্ছে মদিনা.. (২ বার) 
কি করে আমি যাই ছেড়ে তোমাকে মদিনা.. ভাইয়া.....
আসবো আমি প্রতি বছর কারবালাতে জয়নাব...। 
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার)

পিপাসায় মারা গিয়েছে তোমার সকিনা.. (২ বার) 
কেঁদে কেঁদে মারা গেছে তোমার সকিনা.. ভাইয়া....... 
পুরানো কাফন দিয়ে দাফন করেছি জয়নাব...। 
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার) 

গলা দিয়ে কারবালা কে জয় করেছো তুমি.. (২ বার) 
চাঁদর দিয়ে কারবালা কে জয় করেছি আমি.. ভাইয়া..
বিমার বেটা কে সঙ্গে নিয়ে এসেছি জয়নাব...।
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার) 

বিনা চাঁদরে মাথা আমার সবাই দেখেছে ..(২ বার) 
চুল দিয়ে আমি মুখ ঢেকেছি সবাই দেখেছে..ভাইয়া....
সকিনার হাতের পর্দা দেখেছি আমি জয়নাব...।
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার)

সকলের গলা একসাথে বেধেছিল যখন.. (২ বার)
আবীদে বিমার রূকুর অবস্থায় ছিল তখন.. ভাইয়া.....
সে দৃশ্য যদি দেখতে তুমি, দেখেছে জয়নাব...।
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার)

রাতের এই অন্ধকারে একা একা সকিনা...(২বার)
খুজতো তোমাকে কেঁন্দে কেঁন্দে একা সকিনা..ভাইয়া.
মা জাহরা তাকে কোলে নিতো, দেখেছে জয়নাব...। 
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার)

কাস আমি নাসির কারবালাই থাকিতাম...(২ বার) 
বিবি তোমার দুঃখে আমি সামিল হতাম... জয়নাব.... 
কবুল করো আমার মনের দোয়া তুমি জয়নাব...।
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(২ বার)

চল্লিশা তোমার করতে এসেছে বোন জয়নাব ...
                    হায়.. জয়নাব... হায়..জয়নাব...(৪ বার) 



                                     সমাপ্ত 
   





Comments

Popular posts from this blog

মুয়াবিয়ার সংক্ষিপ্ত বংশ পরিচয় ........................................... মুয়াবিয়া ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার জারজ সন্তান । আবু সুফিয়ানের সাথে হিন্দার বিবাহের তিন মাস পরে মুয়াবিয়া জন্মগ্রহণ করেন । তাঁর মাতা হিন্দা ছিলেন একজন ‘বেশ্যা’ । উর্দুভাষী একাধিক ঐতিহাসিক, হিন্দার চারিত্রীক বর্ণনায় ‘বেশ্যা’ শব্দটি ব্যবহার করেছেন । অন্যান্য সূত্রানুযায়ী হিন্দা, বেশ্যা না হলেও তিনি যে বহু-পুরুষগামী মহিলা ছিলেন এবং মুয়াবিয়া যে তার জারজ সন্তান তার কিছু প্রমাণ পাওয়া যায় হজরত হাসান (রাঃ) ও হজরত আয়েশার (রাঃ) উক্তিতে । শাম ইবনে মুহাম্মদ কালভি (রঃ) তাঁর ‘কেতাবে মোসাব’ বইয়ে লেখেন- ‘হজরত হাসান (রাঃ) একদিন ব্যঙ্গ করে মুয়াবিয়াকে বলেন, তোমার কি মনে আছে তোমার আসল পিতা কে? মুয়াবিয়া কর্তৃক হজরত আয়েশার ভাই মুহাম্মদ ইবনে আবু বকর খুন হওয়ার সংবাদ পেয়ে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা (মুয়াবিয়ার বোন ও নবীজির স্ত্রী) আয়েশাকে শান্তনা দেয়ার জন্য একটি ছাগল রান্না করে পাঠিয়ে দেন । আয়েশা জিজ্ঞেস করেন, ‘এর অর্থটা কি?’ উত্তরে উম্মে হাবিবা বললেন, ‘উসমান হত্যার প্রতিদানে , তোমার ভাই ...

*কাগজ কলম দিলেন না*

*কাগজ কলম দিলেন না*       বোখারীতে আছে আল্লাহর নবী হযরত মুহাম্মাদ সঃকে হযরত উমার সাহেব কাগজ কলম দিলেন না ৷ উনি বললেনঃ নবী হিজিয়ান বকছেন, অর্থাৎ ভুল বকছেন ৷  অথচ রাসুলের (সাঃ) ইন্তেকালের পরে হযরত আবু বকরের একান্ত ব্যক্তিগত কাগজ কলেমের ওসিয়ত মোতাবেক হযরত ওমর দ্বিতীয় খলীফা পদে টুপ করে বসে পড়লেন । দ্বিতীয় খলীফা  হযরত ওমর রাসুলের (সাঃ) পবিত্র মিম্বরে বসে পড়লেন । একদিনের সংক্ষিপ্ত ঘটনা ---- আল্লাহর রাসুলের (সাঃ) সন্তান তৃতীয় ইমাম হযরত হোসেন (আঃ) মিম্বরের উপর দিকে উঠে হযরত ওমরকে বললেন ,  *" ---- নেমে আসুন ! এটা আমার পিতার বসার মিম্বর  -----” ।*      (যারা আজ হুসাইন, হুসাইন করছেন বা হুসাইন জিন্দাবাদ বা নারা লাগাচ্ছেন ....তাদের উচিত হবে ইমাম হুসাইনের সেই সুন্নাতি প্রতিবাদী স্বরূপ তুলে ধরা ৷ কারণ হুসাইনের মা জননী আমৃত্যু হযরত উমার বা হযরত আবু বকরের সাথে কথা বলেন নি ৷  বোখারী খুলে দেখেনিন ৷  বোখারী স্পষ্ট লিখেছেন ৷ এমনকি বোখারী বলছেঃ  ফাতিমা রেগে গেলে বা ফাতিমা কষ্ট পেলে আল্লাহর রসুল রেগে যান, বা আল্লাহ রেগে যান ৷ ফা...

*৫টি বিষয় ও পাক-পাঞ্জাতন*

*৫টি বিষয় ও পাক-পাঞ্জাতন* ............. মুস্তাক আহমদ(সত্যের পথে) হাদিসে কুদসীর মধ্যে পাওয়া গেছে, কোন এক আলোকিত আলোচনার প্রসঙ্গে আল্লাহপাক বলেছেনঃ ......... *"আমি পাঁচটি জিনিষ পাঁচটি স্থানে রেখেছি, মানুষ খোঁজে অন্যত্র৷*   (১) *আমি সম্মান রেখেছি আনুগত্যে, মাণুষ খোঁজে ক্ষমতাবান ও প্রভাবশালীদের দরবারে৷* (২) *আমি জ্ঞান ও প্রজ্ঞা রেখেছি ক্ষুধার মধ্যে, মাণুষ খোঁজে পূর্ণ জঠরে ৷* (৩) *আমি সুখ ও শান্তি রেখেছি বেহেশতে, মানুষ খোঁজে দুনিয়াতে ৷*  (৪) *আমি ধনী হওয়া রেখেছি অল্পতুষ্টির মধ্যে, মানুষ খোঁজে ধন-দৌলতে৷*  (৫) *আমি সন্তোষ রেখেছি নিজ-স্বার্থের বিরোধীতায়, মাণুষ খোঁজে নিজের স্বার্থপরতায় ৷* .......ফলে মানুষ অসফল হয় ৷  .......এই হাদিসের আলোকে পূর্ণভাবে  আমি জানা মতে আমার প্রাণের ১৪জন মুহাম্মাদ (সঃ),(যাদের ১৪মাসুমীন বলা হয়), তাঁদের দেখেছি ৷   .......আমরা কেন মহামূল্যবাণ ১৪জন মুহাম্মাদকে খুঁজে নেব না, কারা সেই ১৪জন পবিত্র মুহাম্মাদ ??? যাদের জন্য আল্লাহপাক ও ফেরেস্তাগণ মিলিত প্রচেষ্টায় সালাওয়াত(দরুদ) পাঠ করছেন ৷ ...