*বিবেকের বারান্দায় বাক্যালাপ*
*বিবেকঃ মুস্তাক কেমন আছো ??*
আমিঃ জী ৷ সালামুন আলাইকুম ৷
*বিবেকঃ ওয়ালাইকুম আসসালাম ৷ কেমন আছো বললে না যে ??*
আমিঃ তুমি ভালো করে জানো আমি কেমন আছি, তবে একটু ব্যস্ত আছি ৷
*বিবেকঃ হ্যাঁ সেটা বুঝতে পারছি৷
আমিঃ তা কি নিয়ে ব্যস্ত তোমার ??
*বিবেকঃ তবে একটি কথা বলতে এলাম, শুনবে কি আমার কথা ?*
আমিঃ বলো কি বলতে চাও ৷
*বিবেকঃ গোসল নিয়ে কিছু কথা বলবো ৷*
আমিঃ মশকরা করছো আমার সঙ্গে ??
*বিবেকঃ আরে ভাই পূরো না শুনে এমন মন্তব্য ক্যান করো ??
আমিঃ তোমাকে বললাম, আমি ব্যস্ত ৷ তবুও এখনে এসব কথা বলার কোন মানে হয় ?? যদি কিছু বলার ভনিতা না করে জলদি বলে বিদায় হও *বিবেকঃ গোসল নিয়ে যখন বলবো তখন একটু ভনিতা না করলে হয় বলো!!!!
আমিঃ আবার শুরু করলে ....
*বিবেকঃ আরে এতো চটছো কেন ?? চলো গোসলের বিষয়ে আলোচনা করি ৷
*(১) যে পানি দ্বারা গোসল করে, সে সুধু পোষাক বদলায়৷*
*(২) যে ব্যক্তি ঘাম দ্বারা গোসল করে, সে ইতিহাস বদলায় ৷*
*(৩) আর যে রক্তে গোসল করে, সে যামানা বদলায়৷*
*ইমাম হুসাইন আঃ তাই যুগ বদলে দিয়েছেন, প্রতি মাণুষের মনের ভিতরে তাই তনি রাজত্ব করছেন ৷* আমিঃ (উনি এতক্ষণ চলে গেছেন) আমি সুধু মনে মনে বললাঃ আর যে কলমের কালিতে খাতাকে গোসল করায় সে বদলাতে পারে ??
Comments