আলমের ছায়ার পথ চলো আজাদার ... (২ বার)
সাথে আছে তোমাদের দোয়া জাহরা (সাঃ).....।
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের..।
হাতে লয়ে আলম যখন চলিবে তুমি ,বাজু ধরে থাকিবেন আব্বাছ-এ গাজী,নোওহা মাতম দেখে বলিবেন নবী,দেখো ফতেমা এরা সেই উম্মতি,
দেখো এরা রেখেছে কথা আমার...।
হায় হোসায়েন হায় হোসায়েন বলে আজাদার ।
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের..।।
ঝড় বৃষ্টি তুফান আসুক মসিবত ,করবো মাতম আলম তুলবো তাবুত,কাঁকর পাথর কাঁটার পরে সারাক্ষন ,
অগ্নি শিখার পরেও থামিবেনা কখন,সহজেও হবো না যাহাতে করিতে সাওয়ার...।
হাসরে ধরিবেন হাত মোদের আলমদার...।
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের..।।
আলমে মশক বেধে যখন যাও লইয়া ,হাত তুলে দেন দোয়া বিবি সকিনা (সাঃ),জয়নাব আর কুলছুম আর জয়নূল-এ বা, বেহেস্ত থেকে দেন দোয়া মা ফতেমা,
হোসায়েনের আজাদার যারা আব্বাছের আলমদার..।
থাকবে খোলা তাদের তরে জান্নাতের দুয়ার।
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের..।।
ঈমান বাচাতে এসো এই আলমের তলে,বালা মসিবত থেকে এই আলম বাঁচাবে,ফুরাত কুলে আজও আছে উদিত আলম, ইসলামের জীবন আজও হোসায়নি আলম, ইমামের জ্যোতি পাইবে থাকবে অন্ধকার,
হাজির হতে কবরে নবিজীর আলমদার..।
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের...।।
হাতে লয়ে যে আলম তুমি চলছো আজাদার,দুই হাত কাটিয়ে করেছিলে রক্ষা আলমদার,মুসাফির ও নাসি- রের নোওহা শোনার তরে,শহীদ হয়েছেন ফেরেস্তারা আজ এই জৌলুসে,মাতম করিতে এসেছো আজ তুমি জাহার...।
হোসায়েনের সেনাপতি তিনি দ্বীনের আলমদার..।
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের...
আলমের ছায়ার..(২ বার) সাথে আছে তোমাদের..
আলমের ছায়ার পথে... সাথে আছে তোমাদের...।।
সমাপ্ত
Comments