*দলিতদের এমন পরিণতি কেন?*
........মুস্তাক আহমদ(সত্যের পথে)
ভারতবর্ষের রাজনৈতিক বারান্দায় "দলিত" শব্দটি বেশী শোনা যায়, যারা দলিত তারা কেন দলিত হয়ে গেছেন, তা তারা জানেন না৷
কিন্তু ভারতের আম্বেদক মহাশয় ভারতের মূল নিবাসী মানুষ কেন দলিত হয়ে গেছেন তা উল্লেখ করতে গিয়ে বলেছেনঃ "ভারতের আর্য নামক এক সম্প্রদায় এসেছিল যখন ভারত অবিভক্ত, তারা এখানের মূলনিবাসীগণদের ইতিহাসকে বিকৃত করে অর্ধ বা বিকৃত ইতিহাস পেশ করেছে৷
আর্যরা করেছে, যারা এসেছিল ভারতের বাইরের ভিন্ন এলাকা থেকে ৷ বহু গবেষক বা ঐতিহাসিকগণ বলেছেন এই আর্যগণ এসেছেন সম্ভবত মাদাইন নামক এলাকা থেকে যারা ছিলেন যারাবর ৷ অর্থাৎ আর্যগণ যাযাবর সম্প্রদায় ৷
ছোটবেলায় পাঠ্যপুস্তকে আর্য বিষয়ে পড়েছিলাম ৷ পরে আমি যখন শিয়া হলাম তখন উপরের উল্লৈখিত তথ্যের রহস্য বুঝতে সক্ষম হলাম ৷ যাযাবর জাতি আর কেউ নন, তারা হল মুসা আঃ জামানার সেই বর্বর জাতি যারা হযরত মুসা আঃএর প্রতিনিধি হযরত হারুণ আঃ কে মেনে নিতে পারেনি ৷
জ্ঞান পরিপক্ক হলে পরে জানতে পারলাম আল্লাহর রসুল সঃ বলেছেনঃ "আমি মুসার ন্যায় আলী হারুনের ন্যায়" ৷
আরো পরে জানতে পারলাম নবী সঃ চলে যাবার পর হারীণসম হযরত আলীকে পরিত্যাগ করা হয়েছে, যারা পরিত্যাগ করেছে তারা উমাইয়া ৷
আর উমাইয়ারা তাই মুসলমানদের হীরো ও তাদের ইতিহাসগুলি বিকৃত করতে শুরু করে ৷ মুসলমানদের সকল ইতিহাসসমূহ যখন বিকৃত হয়ে গেল তখন বদরের তেজদীপ্ত মুসলামান আস্তে আস্তে দূর্বল হতে লাগলো ৷ এমন দূর্বল হল যে, মুসলমান দলিত হয়ে পড়ল ৷ এমন কি নবী সঃ এর জীবনের মূল্যবান ইতিহাসকে অর্ধ বা বিকৃত করেছে তারা, বোখারীতে আজ পড়ছি যেখনে বলা হয়েছেঃ "নবী সঃ নাকি ইটে বসে পায়খানা করেছেন কাবার দিকে পিছন করে বাইতুল্লাহর দিকে সামনে করে ৷"
ছিঃ ছিঃ ঘৃণা করছি এই সকল ইতিহাসকে বিকৃত করার জন্য৷
এমনকি এও বলা হয়েছেঃ নবীর রক্তে নাপাক ছিল, নবীর রক্তকে বার করে ফিল্টার করা হয়েছে, বা বলা হয়েছে, নবী সঃ নাকি তাঁর উম্মতের নামাজ আদায়ের বিষয়ে জ্ঞান রাখেন না ৫০ওয়াক্ত নামাজ নিয়ে তিনি মুসা নবীর নিকট বিড়ম্বণায় পড়েছেন ৷
হযরত আলী আঃ এর ইতিহাস রচনায় বলা হয়েছেঃ হযরত আলী মদ খেয়ে নামাজ আদায় করেছে, ....ছিঃ ছিঃ ঘৃণা করছি এমন ইতিহাস দেখে ৷
তা যায় হোক এ রকম বহু ইতিহাসকে বিকৃত করেছে উমায়ারা "হারুণসহ হযরত আলী আঃকে পরিত্যাগ করে ৷
দলিত মাণে যাদের কারণে অকারনণে দলিত মথিত করা হয় ৷ জুলুম করা ৷ দলিতদের দলে দলে বিভক্ত করা হয় ৷ ডিভাইড এন্ড রুল পলিশি৷
আজ মুসলমান তাদের নিজেদের ইতিহাস ভুলে গেছে, জানে না তার আসল হীরোকে ৷ জানেনা তার সঠিক ইতিহাস কি ৷ মুয়াবিয়াকে হীরো(নক্ষত্র)ভেবে সাম্যবাদী ইসলামের কথা বলে, শিক্ষিত অমুসলিমদের নিকট দ্বিচারিতার মত রোগে ভুগছে ৷ সাম্যবাদী ইসলামের পরিচয় যদি, একনায়কতন্ত্র মুয়াবিয়া হীরো(নক্ষত্র) হয় তাহলে, বিচক্ষণ শিক্ষিত অমুসলিমের কাছে ইসলাম গ্রহযোগ্যতা লাভ করছে না ৷
তাই মুসলমানদের "দলিত" অবস্থা থেকে বাঁচার এখন মৌলিক উপায় হলঃ মুসলমানদের সঠিক ইতিহাস পেশ করা ৷ এই বাংলায় মুসলমাদের সঠিক ইতিহাস পেশ করার সময় এসেছে ৷
Comments