জঙ্গল পাহাড় বলছে আজ নাদে আলী আলী (আঃ)
জঙ্গল পাহাড় বলছে আজ নাদে আলী আলী (আঃ)
মুশকিল আষাণ করো এসে মুশকিল কূশা আলী (আঃ)
নারা....হায়দারী....ইয়া আলী.....
তুমি শেরে খোদা..তুমি মুশকিল কূশা... (তুমি শেরে )
তোমার লাল আজ এসেছে কারবোবালা ....
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
একবার কারবোবালাতে এসে দেখো না... (একবার )
আমরা আলে নবী সবাই কে বলো না..(আমরা আলে)
এই ছিল হায় সাব্বিরের বোনের নোওহা ।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
রনে আকবারের বুকেতে বর্ষা লাগে...(রনে আকবা..)
মদিনায় ছোগরা যার আশায় বসে কাঁদে..(মদিনায়..)
যাকে নিয়ে ছিল মনে কত আশা ....।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
ভাইয়ের শোকে ভেঙে গেছে মাওলার কোমর..(ভাই..)
নেই কেউ আজ জয়নাব কে দেবে চাঁদর..(নেই কেউ..)
মারা গেছে রসুলের ছবি মোস্তাফা..।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
হায় শামে গ্বরীবার দিনে এ কি হলো... (হায় শামে..)
নবী জাদীরা আজ দেখো বন্দী হলো..(নবী জাদীরা..)
দেখো দেখো চেয়ে আজ সাব্বীর একা..।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
যার উপরে বিবিদের ভরসা ছিল... (যার উপরে..)
মশকে পানি ভরে দুহাত কাটালো ...(মশকে পানি..)
ফিরবে না আর কোনদিন ছকিনার চাচা..।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
দেখছে দুনিয়া মাওলা আজ সাব্বীর কে...(দেখছে..)
ক্বেয়ামত হবে কি শিশুর রক্ত থেকে...( ক্বেয়ামত..)
হায় সেই রক্ত সাব্বীরের মুখে মাখা..।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
বিমারের সামনে বিবিরা বেপর্দা .... (বিমারের সাম...)
ফুপি জয়নাব আর তার বোন ছকিনা... (ফুপি জয়..)
একই দড়িতে ছিল সবার হাত বাঁধা..।
ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার)
ফতেমার মনের আশা সকল শিয়ারা... (ফতেমার..)
পুরো করবে মাতম আর মজলিসের দ্বারা... (পুরো..)
নাছির ও আছিম জানাই সমবেদনা ...।
ইয়া আলী মোর্ত্তাজা (৮ বার)
সমাপ্ত
Comments