জঙ্গল পাহাড় বলছে আজ নাদে আলী আলী (আঃ) জঙ্গল পাহাড় বলছে আজ নাদে আলী আলী (আঃ) মুশকিল আষাণ করো এসে মুশকিল কূশা আলী (আঃ) নারা....হায়দারী....ইয়া আলী..... তুমি শেরে খোদা..তুমি মুশকিল কূশা... (তুমি শেরে ) তোমার লাল আজ এসেছে কারবোবালা .... ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার) একবার কারবোবালাতে এসে দেখো না... (একবার ) আমরা আলে নবী সবাই কে বলো না..(আমরা আলে) এই ছিল হায় সাব্বিরের বোনের নোওহা । ইয়া আলী মোর্ত্তাজা (৪ বার) রনে আকবারের বুকেতে বর্ষা লাগে...(রনে আকবা..) মদিনায় ছোগরা যার আশায় বসে কাঁদে..(মদিনায়..) যাকে নিয়ে ছিল মনে কত আশা ....। ...
Labbaik Ya Hussain (a.s) Labbaik Ya Mehdi (a.s)